বাঁশখালীর চাম্বলে পুকুরে পানিতে ডুবে রিমা(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রিমা ব্যবসায়ী জালাল উদ্দিনের কন্যা।
রিমার চাচা জয়নাল আবেদীন বলেন, “রিমা সন্ধ্যায় বাড়ির পাশে বেলুন নিয়ে খেলা করছিল। সন্ধ্যায় খেলতে গিয়ে সবার অগোচরে তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে উদ্ধার করে শীলকূপের টাইমবাজারে অবস্থিত বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসি।”
বাঁশখালী স্কয়ার ক্লিনিকের দায়িত্বরত ডা. সায়েম কামাল ওয়াছে বলেন, “বাঁশখালীর চাম্বলে পুকুরের পানিতে পড়া শিশু রিমাকে এখানে আনার আগেই তার মৃত্যু হয়।”