বাঁশখালীর চাম্ব‌লে আগুনে পুড়ে ছাই ৪ বা‌ড়ি

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১০:৪৯ অপরাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউ‌নিয়‌নের পূর্ব চাম্বল কর্মকার পাড়ায় এক অ‌গ্নিকা‌ণ্ডে রতন কর্মকার, মনমোহন কর্মকার, বিশ্বশ্বর কর্মকার, নেপাল কর্মকারের বা‌ড়ির সব মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

আজ বুধবার (১৭ নভেম্বর) দুপু‌রে সংঘ‌টিত এ অ‌গ্নিকা‌ণ্ডে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবারগুলোর সূত্রে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে চাম্বল ইউ‌নিয়‌নের পূর্ব চাম্বল কর্মকার পাড়ায় বা‌ড়ির চুলা থে‌কে আগুনের সূত্রপাত হ‌য়ে সর্বত্র ছ‌ড়ি‌য়ে পড়ার আ‌গে বাঁশখালী ফায়ার সার্ভিস ‌টিম এসে আগুন নিয়ন্ত্রণে নি‌য়ে আ‌সে।

এ‌দি‌কে, আগু‌নে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা, এক বস্তা চাল ও শীত বস্ত্র প্রদান করেন চাম্বলের চেয়ারম্যান মু‌জিবুল হক চৌধুরী।

তি‌নি ব‌লেন, “আগু‌নের খবর পে‌য়ে স্থানীয় জনগণ ও ফায়ার সা‌ভিস টিম এ‌সে আগুন নিয়ন্ত্রণে নি‌য়ে আ‌সে। তা না হলে ক্ষয়ক্ষ‌তি আ‌রো বে‌শি হ‌তো।”

তার ব্যাক্তিগত পক্ষ থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌য়ে‌ছে এবং প্রশাসনকে অবগত করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুই দিনেও জেরা সম্পন্ন হলো না তদন্তকারী কর্মকর্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পা‌নি‌তে প‌ড়ে শিশুর মুত্যু