বাঁশখালীর চাম্বলে ইউপি নির্বাচন ১৪ জুলাই

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চাম্বল ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবার কথা ছিলো। তবে গত ২৯ মে চাম্বলের বাংলা বাজার এলাকায় এক পথ সভায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর ইভিএম নিয়ে এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তা নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ৫ জুন রাতে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাদী হয়ে দায়ের করা মামলার ফলে চাম্বল ইউপির নির্বাচন স্থগিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, চাম্বলের স্থগিত নির্বাচন নিয়ে কমিশন নতুন করে তফশীল দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলংগদুতে মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার