বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সাতকানিয়ার উত্তর পুরানগড় এলাকার আবুল কালামের পুত্র মো. সাইফুল ইসলামকে(২৪)গ্রেফতার করা হয়।
একই দিন একই স্থানে পৃথক আরেক অভিযানে ২ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ টেকনাফ এলাকার মৃত লাল মিয়ার পুত্র মো. আলী(২২), সাবরাং জালিয়াপাড়া এলাকার জহির আহমদের পুত্র মো. আব্দুল্লাহ প্রকাশ তোফায়েলকে(২১) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো. আজিজুল ইসলাম।
তিনি আরো বলেন, “এই সংক্রান্তে পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আসামীদের আদালতে সোপর্দ করা হবে।”












