বাঁশখালীতে ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে থানা পুলিশের প্রদত্ত বার্তায় এতথ্য জানা যায়। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশের এস আই মো. মাসুদ সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইছড়ির বাঁশখালী পেকুয়া সীমান্ত ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উখিয়ার রাজা পালং ইউপির মোহাম্মদ ইউনুচ ফকিরের ছেলে আলী জহুর প্রকাশ জহির (২৮), আইয়ুব আলীর ছেলে মো. আইয়াচ প্রকাশ আয়াচ (২৩), ঝিলংঝা ইউপির পশ্চিম মুক্তার কুল এলাকার মৃত হাবিবুল বশরের ছেলে মো. হানিফ (২৫), মহেশখালীর কুতুবজোম, নয়াপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে মোহাম্মদ হুসেনকে (৪৮) গ্রেপ্তার করা হয়। এব্যাপারে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ সনের ৩৬ () এর ১০() ধারায় ১২ নং মামলা রুজু করা হয়। ইয়াবা উদ্ধার ও ৪ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তারের ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ির সীমান্ত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদক নির্মুলে পুলিশের অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকলেজ ছাত্রকে ছুরি মেরে মোবাইল ও টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধ৯৯৯-এ ফোন, ৫ মিনিটে আটক দুই ছিনতাইকারী