বাঁশখালীতে ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে প্রশাসনের অভিযানে ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে উপজেলার পুইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার সংলগ্ন রুস্তম কাটার নুর হোসেন কালুর বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ ঘটনায় অভিযুক্ত নুর হোসেন কালু পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, মাদক বেচাবিক্রির অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাঁজা খাওয়ার ৫টি কল্কি ১টি মোটর সাইকেল জব্দ এবং ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ষোলশহরে হযরত আঁছি শাহের (রহ.) বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রথমবার পার্বত্য আবৃত্তি উৎসব