বাঁশখালীতে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিফ ইশমাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকার সব সময় সাধারণ অসহায় জনগণের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকার ইসলামের সার্বিক কল্যাণে নানা উন্নয়ন কাজ করেছে
পরবর্তী নিবন্ধসুবক্তগীন মক্কী ছিলেন দলের পরীক্ষিত নেতা