বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক স্কুল ছাত্রী ধর্ষণ শিকার হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। স্কুল ছাত্রীর বাড়ি শীলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে হলেও সে লেখাপড়া করে চাম্বল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে। এরই মধ্যে স্থানীয় ইউপি সদস্য আহমদ ছফা ও পরিষদের চৌকিদার দফাদার মিলে শালিশী বৈঠকে শপথের সিদ্ধান্ত হলেও শপথ না করায় ২৬ জুন সংঘটিত ওই ধর্ষণের ঘটনায় ছাত্রীর পিতা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযুক্ত রাসেল, তার মা ও ভাই রাজ্জাককের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। ছাত্রীর বাবা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তাদের কথায় চলে। থানায় মামলা করার মত জনবল তার পক্ষে না থাকায় তিনি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনায় শালিশী বৈঠক করা ইউপি সদস্য আহমদ ছফা বলেন, বৈঠকে যা লেখা হয়েছে তা সবটা সত্য নয়। শপথের কথা হয়েছে তার দায়িত্ব চৌকিদার নিয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অফিসের বাইরে ব্যস্ত থাকায় বিষয়টি আমি এখনও দেখার সুযোগ পাইনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।