বাঁশখালী থানা পুলিশ গতকাল সোমবার বিকালে ও সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৪৩৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হল টেকনাফ এলাকার উত্তর নেঙ্গরবিলের মো. সেলিম (৩০) এবং নোয়াপাড়া যাদিমুড়া এলাকার ছেনুয়ারা বেগম (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপনে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পুঁইছড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে গাড়ি তল্লাশি চালিয়ে ছেনুয়ারা বেগমকে ৫৫০ পিস ইয়াবাসহ আটক করে। একই স্থানে বাঁশখালী-পেকুয়া সড়কের পুইছড়ি এলাকায় সিএনজি অটোরিক্সা তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ মো. সেলিমকে আটক করে।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে ১৪ হাজার ৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।