বাঁশখালীতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
২৫ মার্চ (সোমবার) সকাল ১০ টায় উপজেলার সরল ইউনিয়নের দেলা মার্কেটস্থ জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। তার মধ্যে পলাশ শীল নামের একজন সামান্য আঘাত পেয়েছেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে আহতদের মধ্যে সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় মদন শীলের পুত্র পলাশ শীল নামের একজনের নাম জানতে পারলেও অন্যান্য আহতদের নাম জানা যায়নি।