বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে পৌর যুবলীগ নেতা ও আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে চোরাইকৃত পরিত্যক্ত পুরাতন লোহার ব্রিজের লাখ টাকার মালামাল। মঙ্গলবার রাতে চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানা পুলিশের এস আই (সেকেন্ড অফিসার)কামরুল হাসান কায়কোবাদ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে বাঁশখালী পৌর এলাকায় অভিযানে হামলা ও নাশকতার অভিযোগে পৌর যুবলীগ নেতা আবদু শুক্কুরকে (৩৬) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। অপরদিকে আরেক অভিযানে খানখানাবাদ ইউনিয়ন রায়ছটা এলাকার একটি পরিত্যক্ত লোহার ব্রিজের পুরাতন পাঠাতন চুরির ঘটনায় পুকুরিয়া চাঁনপুর বাজার এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আনোয়ার কবির (১৯)কে গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের গতকাল বুধবার আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। তাছাড়া পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।