বাঁশখালী মিনহাজুল আলম স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার অনষ্ঠিত হয়। খেলায় আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন ১-০ গোলে চাঁদপুর সিকদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সংগঠনের উপদেষ্টা ফজলুল কবীরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। খেলার উদ্বোধন করেন পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম আক্তার, প্রেমানন্দ, আমজাদ হোসেন মেম্বার, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, হাবিবুর রহমান মিয়া মেম্বার, নুরুল হোসনে লিটু, ডা. কাজী কলিম উদ্দীন, মো. ফরহাদ হোসেন, মনছুর উদ্দীন শেখ ফজলুর রশীদ, শামীম,সাহাব উদ্দীন, মো. কাইছার মিয়া, মঈন উদ্দীন মনির, মো. আরফাতুল ইসলাম, মো. মিজবাহ উদ্দীন, তৌহিদ প্রমুখ। পরে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি খোরশেদ আলম।