বাঁশখালীতে মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৭:২৭ অপরাহ্ণ

বাঁশখালী সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং চুম্মার পাড়া এলাকায় পাহাড়ি কাটা মাটির অংশ বিশেষ ধসে চাপা পড়ে মোহাম্মদ সাইমন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত শিশু মোহাম্মদ সাইমন স্থানীয় দিনমজুর রশিদ আহমদের ছেলে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ বাঁশখালী হাসপাতাল মর্গে ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং চুম্মার পাড়ার পাহাড়ি এলাকায় পাহাড়ের কিনারে আটচালা করে বসতি স্থাপন করে বসবাস করে আসছিলেন রশিদ আহমদ। পার্শ্ববর্তী পাহাড়ের নিচের অংশে মাটি কেটে ফেলার ফলে পাহাড়ের উপরের অংশে মাটির স্তূপ বাঁশঝাড়ের সাথে দীর্ঘদিন ধরে আটকে ছিল।

আজ শুক্রবার বিকেলে শিশু মোহাম্মদ সাইমন পাহাড়ের কিনারে খেলার সময় হঠাৎ করে উপরে আটকে থাকা মাটির স্তূপ ধসে পড়ে তাকে চাপা দেয়। মাটি ধসের শব্দ শুনে মা ও প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিতমা হায়দার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার জানান, দুর্ঘটনার পরপরই শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। নাকমুখে রক্ত বেরিয়ে পড়েছে।

বাঁশখালী থানা পুলিশের এসআই মো. মাসুদ বলেন, “মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকন্ঠশিল্পী আজাদ রাহীর জন্মদিন আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গুলিবিদ্ধ সেই ইউপি সদস্য প্রার্থীই বিজয়ী