বাঁশখালীর চাম্বলে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জডিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাম্বল বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চাম্বল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি (এ) ইসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুদ্দীন মোহাম্মদ তারেক, চাম্বল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি (বি) বশির আলম, সাধারণ সম্পাদক (বি) বিনয় ভূষণ নাথ, সাইফুল ইসলাম, ইউপি সদস্য ছৈয়দ নুর, রেজাউল করিম, মোহাম্মদ জালাল, মৌলানা মো. কাইছার, সিএনজি এসোসিয়ানের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, খলিলুর রহমান, আরিফ উদ্দীন, জাকের সওদাগর, মো. ইলিয়াছ চৌধুরী, আমিন সওদাগর, নাছির উদ্দীন প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের পাশে মো. নুরুল ইসলাম (৩৫) নামে এক মুরগি ও ডিম ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে বাঁশখালী হাসপাতালে আনা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত নুরুল ইসলাম পূর্ব চাম্বল ইউনিয়নের তেলি পাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে সেখানে আসামি অজ্ঞাত রাখা হয়েছে ।
এদিকে ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। তারপরও এলাকা সোর্স মোতায়েন করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।