বাঁশখালীতে একটি দেশীয় বন্দুকসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সরলের মিনজীরিতলা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আমান উল্লাহ (১৯), গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মো. আমির হোসেনের পুত্র মো. মিজান (২০)। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বাঁশখালীতে কয়দিন পরেই নির্বাচন। নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ হয় সেজন্য সকল প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হয় সেজন্য পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এরই অংশ হিসাবে গন্ডামারা থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে।