বাঁশখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:২৮ পূর্বাহ্ণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাঁশখালীর বৌদ্ধ বিহারগুলোতে গতকাল সামাজিক সুরক্ষা মেনে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জলদী ধর্মরত্ন বিহার, শীলকূপ জ্ঞানোদয় বিহার, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার, শীলকূপ চৈত্য বিহার, পুইছড়ি চন্দ্রজ্যেতি বিহার, জলদী প্রজ্ঞাদর্শন মেড়িটেশন বিহার. জলদী প্রগতি বিহার ও বোধিচৈত্য বিহারে অনুষ্ঠান মালার মধ্যে ছিল বুদ্ধ পূজা, সীবলী পূজা, অষ্ট উপকরণ দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, আকাশ বাতি (ফানুস) উত্তোলন। এর আগে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করা হয়।

এদিকে আগামী ১৪ অক্টোবর শীলকূপ জ্ঞানোদয় বিহার, ১৫ অক্টোবর কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম, ১৬ অক্টোবর পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহার, ১৭ অক্টোবর বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার, ১৮ অক্টোবর বাঁশখালী পৌরসদরস্থ জলদী ধর্মরত্ন বিহার, ১৯ অক্টোবর দক্ষিণ জলদী বিবেকারাম বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমাদক-জঙ্গিবাদ রোধে একযোগে কাজ করার আহ্বান
পরবর্তী নিবন্ধসরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে