বাঁশখালী উপজেলার বৈলছড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ইসলাম মিয়াকে (৪৫) ১০ হাজার টাকা, মামুনুর রশিদকে (৪৫) ১৫ হাজার টাকা এবং আমির উদ্দিন কে ৫০০টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বৈলছড়ি বাজার শেডের বাইরে রাস্তার উপরে মাছ ব্যবসায়ীদের ,কালভার্টের উপর বসা সবজি বিক্রেতেরা যানজট সৃষ্টি করায় রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়, এই সময় বাজার ইজারাদার কে এই বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়া প্রধান সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় একজন ভবন মালিককে ও রাস্তার উপর স’মিলের গাছের গুড়ি রাখায় মালিককে জরিমানা করা হয়। বাঁশখালীর একমাত্র প্রধান সড়ককে যানজট মুক্ত রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে ।












