বাঁশখালীতে পুঁতে ফেলা হাতির পুনঃময়নাতদন্ত

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ী বানর মারা এলাকায় গত দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে মারা যাওয়ার পর পুঁতে ফেলা হাতির শাবকটির মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকগণের সহযোগিতায় ময়নাতদন্ত করা হয়।
জানা যায়, দুই সপ্তাহ আগে বানর মারা এলাকায় অসুস্থ হয়ে মারা গেলে বনবিভাগ প্রয়োজনীয় কাজ শেষে হাতির শাবকটিকে মাটিতে পুঁতে ফেলে। এদিকে অভিযোগ উঠে একটা হাতিকে গুলি করে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে সোমবার পুঁতে ফেলা শাবকটির ময়নাতদন্ত করা হয়।
জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, গত ১৪/১৫ দিন আগে পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ী বানর মারা এলাকায় এ বাচ্চা হাতিটি অসুস্থ হয়ে মারা গেলে তা ডাক্তারের ময়নাতদন্ত সাপেক্ষে পুতে ফেলা হয়েছিল। স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে সোমবার আবারো পোস্ট মার্টেম করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকা ও চান্দগাঁও সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআজ থেকে আমির ভাণ্ডারে ১২ দিনব্যাপী মাহফিল শুরু