বাঁশখালীতে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

পারিবারিক বিরোধে হামলায় ২ মহিলা আহত

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৩ অপরাহ্ণ

বাঁশখালীতে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

অপরদিকে, চাম্বলে পারিবারিক বিরোধে হামলার ঘটনায় ২ মহিলা গুরুতর আহত হয়ে বাঁশখালী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরতদের সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে পানিতে পড়ে মারা যায় শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার আমির হোসেনের পুত্র আবদুল ওয়ারেছ(২) এবং কাথরিয়া বাঘমারা এলাকার মহিউদ্দিনের কন্যা আসমা(২)।

অপরদিকে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল আজানী পাড়ায় হামলার ঘটনা ঘটে।

এতে মৃত নুর আহমদের স্ত্রী দিলোয়ারা বেগম(৭২) এবং আমির হোসেনের স্ত্রী ছেনোয়ারা বেগম(৪৫) গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাতে এ প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে করিম, জান্নাত, রুমি, হোসনে আরাকে আসামি করে থানায় মামলা করছেন বলে আহতদের পরিবার সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “চাম্বলে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক অস্ত্র ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ পুতিনের
পরবর্তী নিবন্ধরাউজানে প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা