বাঁশখালীতে নতুন ইটভাটা গুঁড়িয়ে দিলেন ইউএনও

১ লাখ টাকা জরিমানা ও মালামাল নিলামে বিক্রি

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে নতুন ইটভাটা গুঁড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের আজিজুল হক ও মর্তুজ আলীর ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ আইন অমান্য করে ইটভাটা তৈরি করায় দুই মালিকের মধ্যে আজিজুল হককে ১ লাখ টাকা জরিমানা এবং অপর মালিক মর্তুজ আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানা যায়। গুঁড়িয়ে দেওয়া ইটভাটার মালামাল নিলামে বিক্রি করে ২ লক্ষ ১৬ হাজার ৩ শত টাকা আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে নুরুল ইসলামের পুত্র আজিজুল হক গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় নতুন ইটভাটা তৈরির কাজ শুরু করলে স্থানীয়রা প্রতিবাদ জানায়। তারই প্রেক্ষিতে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আফজারুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার বলেন, জনবসতি এলাকায় পরিবেশ আইন অমান্য করে এ স্থাপনা করায় তা ভেঙে দেওয়া হয়েছে। মালামাল গুলো নিলাম বিক্রি করা হয়েছে। এ ইটভাটার দুই মালিকের মধ্যে আজিজুল হককে ১ লাখ টাকা জরিমানা অপর মালিক মর্তুজ আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হবে। যারা পরিবেশের ক্ষতি করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাট কালীবাড়ি মোড়ে অস্ত্রসহ আটক ১
পরবর্তী নিবন্ধপেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে কীভাবে