বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে দোকানঘর বেচাকেনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে সংঘটিত ঘটনায় গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ছবি ও তার ভাই আহমদ হোছনের মধ্যে দোকান ও বসতঘর কেনাবেচা নিয়ে কথা চলছিল। এসময় সম্পত্তির দাবিদার নিকটাত্মীয় শের আলী ও তার লোকজন হাজির হলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে আহমদ ছবি (৪৫), মো. হেলাল (১৭) ও মো. আশেকসহ (১৯) বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত হেলালকে আশংকাজনক অবস্থায় চমেকে হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি জায়গা জমি সংক্রান্ত। আহতদের পক্ষ থেকে অভিযোগ প্রদান করা হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।