মাহে রমজান শুরু

এবারও সীমিত আকারে সব আয়োজন ।। মসজিদে সর্বোচ্চ ২০ জন মিলে তারাবি ।। করা যাবে না ইফতার মাহফিল

আজাদী ডেস্ক | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ গতকাল সন্ধ্যায় দেখা গেছে। আজ বুধবার থেকে শুরু ১৪৪২ হিজরি সনের রমজান মাস। গতকাল মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে আজ বুধবার প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠেয় বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তবে গত সোমবার মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশগুলোতে গতকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে।
এদিকে গত বছরের ন্যায় এবছরও করোনাভাইরাস সংক্রমণ এড়াতে রোজায় মসজিদে তারাবিতে মুসল্লির সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। পাশাপাশি মসজিদ ও অন্যান্য জায়গায় ব্যাপক পরিসরে ইফতার মাহফিল না করতে বলা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় গত সোমবার এক নির্দেশনায় জানিয়েছে, যে কোনো মসজিদে তারাবিতে খতিব, ইমাম ও হাফেজসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধি-নিষেধ শিথিল হলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগী ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ায় আজ থেকে ‘সর্বাত্মক লকডাউনে’ যাচ্ছে দেশ। এই সময়ে মসজিদে কী করতে হবে, সোমবার সেই নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সরকারি নির্দেশনায় যা ছিল : মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমআর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজীবন আগে, কষ্ট হলেও ঘরে থাকতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে দুইপক্ষে মারামারি, আহত ৪