বাঁশখালী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও নাশকতা মামলার তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।
বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে সাধনপুর ইউনিয়ন থেকে তিনটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফোরকান (৫০) ও পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বাহারছড়া ইউপির চাঁপাছড়ি এলাকার মৃত আবুল খায়েরের পুত্র মামনুর রশিদ (৩৮), কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার মৃত গিরেন্দ্রনাথের পুত্র পংকজ নাথ (৩৩) এবং শেখেরখিল ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মৃত রৌশন আলীর পুত্র নজরুল ইসলাম (৪১)।
বাঁশখালী থানার( ওসি) সাইফুল ইসলাম জানান, ‘পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক ও নাশকতা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ একটি টিম। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’