বাঁশখালী উপজেলার প্রধান সড়কে রামদাশ মুন্সির হাটের দক্ষিণে নুর জাহান কনভেনশন সেন্টারের সামনে গত রোববার সন্ধ্যায় ট্রাক ও সিএনজি টেক্সির সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। জানা যায়, কালীপুর ইউনিয়নের নুর জাহান কমিউনিটি সেন্টার এলাকায় ট্রাকের সাথে যাত্রীবাহী একটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালকসহ ৬ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে দিয়ে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং এক যাত্রীসহ সিএনজি চালক স্থানীয় দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কালীপুর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।