বাঁশখালীতে টিসিবি পণ্য বিক্রি শুরু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ উল আযহা সামনে রেখে সাধারণ জনগণের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য সরবরাহ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী গত মঙ্গলবার সরল ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, ইউপি সচিব হারুনুর রশিদ সহ ইউপি সদস্যরা। এবার পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বাঁশখালীতে ২৫ হাজার ৩০৯ পরিবার কে এ পণ্য প্রদান করা হবে।

তার মধ্যে সরলে ২১৪৬ পরিবার, বাহারছড়ায় ১৭২৯ পরিবার, সাধনপুরে ১৫৩৬ পরিবার, পুঁইছড়িতে ২২৬৭ পরিবার, বাঁশখালী পৌরসভায় ৩৩৭৮ পরিবার, পুকুরিয়ায় ১৬৭৯ পরিবার, কাথরিয়ায় ১০২০ পরিবার, খানখানাবাদে ১৬৪১ পরিবার, শীলকুপে ৯৬৮ পরিবার, ছনুয়াতে ১৪৭৫ পরিবার, গন্ডামারায় ১৭৫৭ পবিরার, চাম্বলে ১৯৮৯ পরিবার, শেখেরখীলে ১০১৪ পরিবার, কালীপুরে ১৬৮২ পরিবার, বৈলছড়িতে ৯৪৮ পরিবার স্বল্পমূল্যে টিসিবি পণ্যের সুবিধা পাবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবদরখালীকে পৌরসভায় রূপান্তর করা হবে
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠাল নাসিরাবাদ হাউজিং সোসাইটি মসজিদ কমিটি