বাঁশখালীতে চুরির অভিযোগে দুই যুবককে ধরে পুলিশে দিল জনতা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চুরির অভিযোগে শোয়াইব উদ্দিন ও তুষার নামের দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা জঙ্গল গুনাগরী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃত শোয়াইব উদ্দিন কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার রফিক উদ্দিনের ছেলে ও একই এলাকার আবু সৈয়দের ছেলে তুষার।

স্থানীয় ইউপি সদস্য জিসানুল ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোয়াইব উদ্দিন ও তুষারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও গত ৪ জানুয়ারি জঙ্গল গুনাগরী কলেজ গেট এলাকার ইসমাইল হোসেন বাপ্পির চা-দোকান চুরির অপরাধে তাদের আটক করা হয়, চোরের দল পাশের একটি মহিলার ঘর থেকে টেলিভিশন চুরি করার কথা একটি ভিডিওতে বলতে শোনা গেছ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কালীপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী গ্রামে বিভিন্ন চুরির অভিযোগে শোয়াইব উদ্দিন ও তুষার নামের দুই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে প্রাচীন পুকুর ভরাট
পরবর্তী নিবন্ধসীমান্তে মাদক রোধে দেশপ্রেমিক নাগরিকের সহযোগিতা জরুরি : ডিআইজি আহসান হাবীব