বাঁশখালী উপজেলায় দুই পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে খুনের সাড়ে পাঁচ মাস পর বরিশাল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই)।
খুনের পর গ্রেপ্তার এড়াতে চার আসামি বরিশালে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। এ মামলার প্রধান আসামি আবদুল কাদের ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেলেও পিবিআই চট্টগ্রাম জেলার বিশেষ দল সাবেক সদস্য আবুল বশর তালুকদার খুনের সাড়ে ৫ মাস পর হত্যা মামলার মূল আসামি আবদুল কাদেরসহ চারজনকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ পিবিআই, চট্টগ্রাম জেলা। গত ১১ সেপ্টেম্বর রাতে বরিশাল নগর ও বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পিবিআই চট্টগ্রাম জেলার বিশেষ দল। গ্রেপ্তার চারজন হলেন আবদুল কাদের (৫০), তার স্ত্রী হাছিনা বেগম ও ছেলে মো. রিদুয়ান (২৪) এবং জামাতা তৌহিদুল ইসলাম।
তাদের বাড়ি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামে। এ ঘটনায় বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি ওয়ার্ডের বর্তমান সদস্য নাছির উদ্দিনসহ ১২ জনকে আসামি করে নিহত আবুল বাশারের স্ত্রী খালেদা আক্তার বাদি হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে একমাস আগে মামলা তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। গ্রেপ্তাতার চারজনকে রোববার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।