বাঁশখালীতে একটি স্ক্যাভেটর ও পাঁচটি ডাম্পার জব্দ

অবৈধভাবে বালি উত্তোলন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অবৈধভাবে বালি উত্তোলন, পাহাড় কেটে মাটি বিক্রি করার দায়ে একটি স্ক্যাভেটর ও পাঁচটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানি ঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাধনপুরের ইদ্রিস, বশর, ইব্রাহিম ও মালেকের নেতৃত্বে বিগত এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের কাজ চলছে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বিভিন্ন এলাকায় নানাভাবে অবৈধভাবে বালি উত্তোলন, পাহাড় কেটে মাটি বিক্রি করছে একটি অসাধু চক্র। মঙ্গলবার পরিচালিত অভিযানে একটি স্ক্যাভেটর ও পাঁচটি ডাম্পার ট্রাক জব্দের পাশাপাশি পাহাড় রক্ষায় সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার ট্রাক স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শওকত হোসেনের জিম্মায় দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশুরুর আগেই বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের
পরবর্তী নিবন্ধঅবৈধ সুবিধা নিতে না পেরেই মামলা করেছিলেন চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফের বিরুদ্ধে অভিযোগ