মুজিববর্ষ উপলক্ষে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নাটমূড়ায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ২০০টি ফলজ ও বনজ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ব্যবস্থাপনায় এসব চারা বিতরণ ও রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখসহ দায়িত্বশীল কর্মকর্তারা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রতিটি ফলদ ও বনজ চারা হচ্ছে আমাদের জন্য আগামীর ডিপোজিট। এ চারা গুলো বড় হলে গাছের ফলগুলো আপনার পরিবারের সদস্যরা যেমন খেতে পারবে তেমনি বাড়িঘরের শক্ত ভিত তৈরিতে কাজ করবে। তাই এ সব চারা পরিচর্চা করতে হবে।