বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ বাবা সাইফুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার হয়। গ্রেপ্তার সাইফুল ওই এলাকার মো. ইউনুসের পুত্র।
পুলিশ জানায়, সাইফুল এলাকায় অবস্থান করে মাদক সেবনের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বাঁশখালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার বাড়ি থেকে বস্তা মোড়ানো দেশীয় তৈরি এলজি, কার্তুজ ও দাসহ মাদক জব্দ করা হয়। সাইফুল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত বলে জানান সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহ উদ্দিন কামাল।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আটক সাইফুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক ও নানা অপরাধে ৮টি মামলা পাওয়া গেছে। গতকাল তার বাড়িতে রক্ষিত বস্তা মোড়ানো দা, দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ মাদক জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ উপাচার্যের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপ্রধান আসামি ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার