বাঁশখালীতে আগুনে তিন পরিবারের সবকিছু পুড়ে ছাই

১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৩১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এক অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫নং ওয়ার্ডের মোহছেন আলীর ছেলে মোহাম্মদ ছগির, আবু তাহের ও তার মেয়ের জামাই মনির আলম বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। রাত ৩টার সময় যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ করে আগুনের শিখার তাপে ঘুম ভেঙে গেলে তারা বুঝতে পারেন সব ঘর আগুনে জ্বলছে।
পরিবারের নারী-শিশুদের কোনোরকমে বের হওয়া সম্ভব হলেও কোনো আসবাবপত্র, কাপড়-চোপড় কিছুই আর বের করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
তিনটি পরিবারের সকল আসবাবপত্র, নগদ টাকা, ৮/১০টি ছাগল, হাঁস-মুরগি সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে আমি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করি এবং অগ্নিকাণ্ডের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীকে অবহিত করি।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরো ২৫ মৃত্যু
পরবর্তী নিবন্ধএ কেমন শত্রুতা!