বাঁশখালীতে অস্ত্র-ইয়াবাসহ আটক ১০

১৫ মামলার আসামি পুইন্যা ডাকাত আটক

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ মামলার আসামি মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা (৫০) ডাকাত, অপর অভিযানে ৪ হাজার ৮০০ ইয়াবাসহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ৬জনসহ মোট ১০ জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে বিক্রি করতে আসা ০২টি দেশীয় তৈরী এলজি অস্ত্রসহ পূর্ব পুইছড়ি মৃত হাবিবুর রহমানের পুত্র মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা ডাকাতকে (৫০) জঙ্গল পুইছড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সে ডাকাতি, অস্ত্র, খুন, মাদক, চাঁদাবাজি ও বন মামলাসহ মোট ১৫ টি মামলার আসামি। অপর অভিযানে পুলিশ ৪ হাজার ৮০০ ইয়াবাসহ ৩ জনকে আটক করে। এ সময় উখিয়ার মৃত মো. শফির কন্যা লায়লা বেগম (৫০), চকরিয়া পুকপুকুরিয়া বড় পাড় এলাকার আব্দুল খালেকের পুত্র মো. শফিকুল (২৬), উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দুরের পুত্র আহম্মদ হোসাইনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানা যায়। এদিকে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়। তারা হলেন পূর্ব পুইছড়ি এলাকার মৃত হাবিব উল্লাহের পুত্র নুরুল হুদা, পশ্চিম চাম্বল এলাকার মৃত আমির আলীর পুত্র শফিক, শেখেরখীল মাইজপাড়া এলাকার মুহাম্মদ নুরুল আলমের পুত্র মুহাম্মদ শাহেদ হোসাইন, মৃত ছিদ্দিক আহমদের পুত্র নুরুল আলম, বিপন দাশের পুত্র রাখাল দাশ, দেকেন্দ্র দাশের পুত্র বিপন দাশ। আটকদের পরোয়ানা মূলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায় । এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ মামলার আসামি পুইন্যা, ইয়াবাসহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ৬ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান ।

পূর্ববর্তী নিবন্ধগণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধস্মৃতিসৌধে স্বজনরা বিচারের আকুতি