বাঁশখালীতে অর্থ ঋণ মামলার আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনালী ব্যাংকের অর্থ ঋণ মামলার আসামি আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। তিনি শীলকুপের মনকিচর এলাকার আবু বক্করের ছেলে। সূত্রে জানা যায়, মো. আতিকুর রহমান বাঁশখালী সোনালী ব্যাংক থেকে মেসার্স হয়রত থানভি গিফর্ট এন্ড ক্রোকারিজের ব্যবসার জন্য ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করায় তা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হলে তা পরিশোধ করেনি।

ফলে গত ২০১৭ সালের ৩১ মে তার বিরুদ্ধে অর্থ ঋণ মামলা করা হয়, যার অর্থের পরিমাণ ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৩ টাকা। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাঁশখালী থানা পুলিশ মো. আতিকুর রহমানকে শীলকুপের মনকিচর এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার এসআই রাজীব চন্দ্র পোদ্দার। তিনি আসামিকে গতকাল সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধমোছলেম উদ্দিন আহমদের পরিবারের সাথে নোমান আল মাহমুদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মোকাম্মেল হক চৌধুরীর পুনঃনিয়োগ