বহির্নোঙরে ডুবে গেল লাইটারেজ জাহাজ ১৩ নাবিক উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

ufচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া একটি লাইটারেজ জাহাজের ১৩ নাবিককে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। তবে এমভি ‘দেলোয়ার আল বাহার’ নামের ফ্লাই অ্যাশবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পুরোপুরি ডুবে গেছে।

সূত্র জানিয়েছে, খুলনার নোয়াপাড়া থেকে এমভি দেলোয়ার আল বাহার নামের লাইটারেজ জাহাজটি ফ্ল্যাই অ্যাশ নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ভারত থেকে আমদানিকৃত সিমেন্ট তৈরির এই কাঁচামাল খুলনা থেকে নৌ পথে চট্টগ্রামে আনা হয়। কিন্তু গত বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে তলা ফুটো হয়ে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। নিমজ্জিত জাহাজ থেকে আশপাশের লাইটার জাহাজগুলো নাবিকদের উদ্ধার করে। বৈরি আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেটে যেতে পারে বলে মন্তব্য করে একটি সূত্র জানিয়েছে, এই সময় জাহাজ থেকে ৯৯৯ নম্বরে ফোন করা হলে কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে যায়। জাহাজটির সমুদ্রে চলাচলের অনুমোদন ছিল না বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুরুশকুলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পরবর্তী নিবন্ধ১৯ জুন থেকে নগরীতে ব্যাংকের যে সব শাখায় মিলবে নতুন টাকা