১৯ জুন থেকে নগরীতে ব্যাংকের যে সব শাখায় মিলবে নতুন টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংকের ২০ শাখায় নতুন টাকার নোট ও মুদ্রা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা। গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক (ব্যাংকিং) ছগীর আহমদ শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মোট ৫ কর্মদিবস চট্টগ্রাম শহরের বাণিজ্যিক ব্যাংকের ২০ শাখার মাধ্যমে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রাও গ্রহণ করতে পারবেন।

নতুন নোট বিনিময়ের জন্য নির্ধারিত ব্যাংক শাখা সমূহ হলোইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কর্ণফুলী শাখা, ব্যাংক এশিয়া লিমটেড চাক্তাই শাখা, এবি ব্যাংক লিমিটেড নিউমার্কেট শাখা, ঢাকা ব্যাংক লিমিটেড সিইপিজেড শাখা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা, ওয়ান ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, ট্রাস্ট ব্যাংক লিমিটেড কদমতলী শাখা, আল আরাফাহ ইসলামী ব্যাংক স্টেশন রোড শাখা, স্ট্যান্ডার্ড ব্যাংক পাঁচলাইশ শাখা, এনসিসি ব্যাংক লিমিটেড ও আর নিজাম রোড শাখা, যমুনা ব্যাংক লিমিটেড আন্দরকিল্লা শাখা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভাটিয়ারি শাখা, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখা, প্রাইম ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড অঙিজেন শাখা, পূবালী ব্যাংক লিমিটেড আমান বাজার শাখা, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মুরাদপুর শাখা, ব্র্যাক ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, ইসলামী ব্যাংক লিমিটেড কালুরঘাট শাখা এবং দি সিটি ব্যাংক লিমিটেড চকবাজার শাখা।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে ডুবে গেল লাইটারেজ জাহাজ ১৩ নাবিক উদ্ধার
পরবর্তী নিবন্ধস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করুন