বহদ্দারহাট মোড়ে ফিনলে প্রপার্টিজের নতুন প্রকল্প

১৯ তলার স্থাপনায় রয়েছে আবাসন ও বাণিজ্যিক সুবিধা

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

ফিনলে প্রপার্টিজ লিমিটেড বহদ্দারহাট মোড়ে নির্মাণ করতে যাচ্ছে আগামীর পরিপূর্ণ জীবনধারা ফিনলে সাউথ সিটি। ৪৩ কাঠা জায়গার উপর নির্মাণাধীন ২টি বেজমেন্টসহ ১৯ তলার এ বৃহৎ স্থাপনায় একইসাথে আবাসন ও বাণিজ্যিক সুবিধা সন্নিবেশন করা হয়ছে। বাণিজ্যিক অংশে অর্থাৎ শপিং মলে ৮৫-২২০০ বর্গফুটের মধ্যে প্রায় ১ লক্ষ স্কয়ার ফিটের সমপরিমাণ রিটেইল স্পেস বা ২৩৭টি দোকান রয়েছে। প্রকল্পটির নীচ তলায় স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড গ্যালারি, গিফট, ক্রোকারিজ, কার্ড শপ ও এটিএম বুথ থাকবে। দ্বিতীয় তলায় থাকবে জুয়েলারি ও কসমেটিকস, লেডিস রেডিমেড গার্মেন্টস, স্যান্ডেল ও পার্স, ঘড়ি ও চশমা, হস্তশিল্পজাত পণ্য ও শিশুদের খেলনা। তৃতীয় তলায় শাড়ি, থান কাপড়, লেডিস রেডিমেড গার্মেন্টস, বাচ্চাদের কাপড়, বোরকা, হিজাব এবং লেডিজ টেইলার্স।
চতুর্থ তলায় পুরুষদের রেডিমেড গার্মেন্টস, স্যুট, পাঞ্জাবী ও শেরওয়ানী, বাচ্চাদের কাপড়, জুতা, চামড়াজাত ও খেলাধূলার সামগ্রী। পঞ্চম তলায় মোবাইল ফোন ও এক্সেসরিজ, ইলেক্ট্রনিকস ও গৃহস্থালী পণ্য, কম্পিউটার সেলস সার্ভিসিং ও বইয়ের দোকান। ছয় তলায় ব্র্যান্ড গ্যালারি, থিম পার্ক ও ইনডোর প্লে জোন। সাত তলায় ফুড কোর্ট ও বাচ্চাদের খেলার জায়গা। আট তলায় পুরুষ ও মহিলাদের আলাদা প্রেয়ার স্পেস ও প্রশাসনিক অফিস।
ক্যাপসুল ও সার্ভিস লিফট, এস্কেলেটর এবং সুপরিসর সিড়ি, মনোরম এট্রিয়াম, সুবিন্যস্ত কার পার্কিং, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ফিনলে সাউথ সিটি শপিংয়ে আনবে ভিন্নতা। সম্পূর্ণ আলাদা প্রবেশ ও প্রস্থান পথ সমৃদ্ধ ফিনলে সাউথ সিটির আবাসিক অংশে ৯ তলা থেকে ১৯ তলা পর্যন্ত প্রতি ফ্লোরে ৮টি করে মোট ৮০টি এপার্টমেন্ট রয়েছে। ১৩৬৫-১৯০৫ বর্গফুটের প্রতিটি এপার্টমেন্ট স্বাতন্ত্রতায় অনন্য। ফিনলে সাউথ সিটি প্রকল্পের কাজ চলছে পুরোদমে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসেপের মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ভর্তি মেলা শুরু