নগরের বহদ্দারহাট থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৭। ধৃতরা হচ্ছেন- চান্দগাঁও ফরিদাপাড়া (তালতলা) এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদের মহি উদ্দিন (২৩) ও পাঁচলাইশ খতিবের হাটের মো. রুবেল (৩১)। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, আটক দুই চাঁদাবাজ বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে বহদ্দারহাটসহ আশপাশের সড়কে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে চাঁদা আদায় করতো। ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও অন্যান্য মালামালের ব্যবসায়ীদের নিকট হতেও বিভিন্ন সংস্থার ও স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।