বহদ্দারহাট থেকে গ্রেপ্তার মলম পার্টির ৪ সদস্য কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৩৪ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মলম পার্টির ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাত পৌনে ৯টার দিকে বহদ্দারহাট আল হাসান বেকারির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ৪০টি চেতনানাশক ডরমিকাম ট্যাবলেট, দুই কৌটা অজ্ঞান ও চোখে যন্ত্রণা সৃষ্টিকারী তেজস্ক্রিয় মলম ও নগদ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাঙ্গুনিয়া থানাধীন শিলক মিনা হাজির টিলা এলাকার মৃত রমিজ আহম্মদের ছেলে তাজউদ্দীন (৪৯), লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া কসাই পাড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে মো. আলী ওরফে আলমগীর (২৯), একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুর উদ্দিন জামান (৪৫) এবং সাতকানিয়া থানাধীন রামপুর ঘাটিয়াপাড়া বাঁচা ফকিরের বাড়ির মো. ইব্রাহিমের ছেলে সাহাব উদ্দিন (৩৭)। চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান আজাদীকে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে নগরীসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পথচারীদের চোখে মলম লাগিয়ে এবং চেতনানাশক ট্যাবলেট মেশানো ডাব ও মিনারেল ওয়াটার পান করিয়ে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তেজস্ক্রিয় মলমসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তাজউদ্দিনের নামে রাজধানীর পল্টন থানায় এবং আলমগীরের নামে লোহাগাড়ায় থানায় একটি করে মামলা রয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধএক পদের বিপরীতে ৬৪ প্রার্থী চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধবাহারছড়ায় ভোরে ফিশিং বোটে কী এলো কারা আনলো