বহদ্দারহাট, এককিলোমিটার এলাকায় ফ্লাইওভার পরে তিন রাস্তার মুখ একটি পশ্চিম দিকে বাদশা চেয়ারম্যান ঘাটা রোড পূর্বে ডিপুটী রোড, রাস্তার পাশে কমিউনিটি সেন্টার, গার্মেন্টস কারখানা, সহ দুই পাশে ৪টা স্কুল আছে। উল্লেখ্য মেরন সান স্কুল এন্ড কলেজ ও মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ, মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী যাওয়া আসা করে উক্ত রোড দিয়ে এবং এই রোড দিয়ে যাওয়া আসা করে দক্ষিণজেলার সকল মানুষ, রাতদিন যানজট লেগে থাকে, কোন ট্রাফিক পুলিশ এখানে নেই, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। প্রায় সময় এখানে দুর্ঘটনা লেগেই থাকে, চলাচল করে থাকে শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, এলাকার শত শত জনগণ। এদের কথা বিবেচনা করে এবং এই রোড দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে সব কিছু বিবেচনা করে রাস্তা পারাপারের জন্য ওভারব্রীজ জুরুরি প্রয়োজন। এ ব্যাপারে সিটি করর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
ফয়সাল বাপ্পী, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ ছাত্রলীগ