ইন্টারনেটে আসক্তি

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

ইন্টারনেট প্রযুক্তিতে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা দিনদিন যেভাবে আসক্ত হয়ে পড়ছে। তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে সকলে চিন্তিত। দেখা যায়, সব জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা সব সময় স্মাট ফোনের মাধ্যমে ইন্টারনেটে মত্ত থাকে। এদের বয়স বেশীর ভাগই ১৮ বছরের নিচে। এই মোবাইলে কখনও ফেসবুক, কখনও ফ্রি ফায়ার, কখনও ইউটিউব আবার কখনও বন্ধুদের সাথে গ্রুপ চ্যাটিং করে দিনের একটি উল্লেখযোগ্য সময় নষ্ট করে। এতে করে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। এছাড়া তারা ইন্টারনেটে অনেক সময় ভুলপথে চালিত হয় এবং বিভিন্ন কিছুর প্রলোভনে পড়ে যায়। তাই আমাদের সবার মনে রাখতে হবে প্রজন্মকে ইন্টারনেট আসক্তি থেকে বাঁচতে হবে এবং আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। এসব ছেলেমেয়েরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদের উপর নির্ভর করছে দেশ, সমাজ, পরিবারের ভবিষ্যৎ।
নজরুল ইসলাম অপু, বহদ্দারবাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট এক কিলোমিটার স্থানে রাস্তা পারাপারের জন্য ওভারব্রীজ চাই
পরবর্তী নিবন্ধহুজুগ