বহদ্দারহাটে নকল হারপিক ও ভিম লিকুইড কারখানার সন্ধান

একজনকে দুই মাসের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট এলাকার শামসু কলোনির একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের টিম। এসময় আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা হয় প্রায় ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড ও প্রচুর কেমিক্যাল। পরে সেগুলোকে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন যে, ৬ মাস ধরে উক্ত কারখানায় নকল মাল তৈরি করছেন এবং নগরীর বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন হবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধওসমানী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন