চট্টগ্রামের বাঁশখালীতে গলায় গামছা মোড়ানো বস্তাবন্দি অবস্থায় মো. শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় পুরান ঘাট মসজিদের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বালিয়াকান্দি এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কার চালক। শুক্রবার স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন করেন। পরে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। নিহত শাহ আলম চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কার চালক হিসাবে চাকরি করতেন। গত ২৭ অক্টোবর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে তার মেয়ে আয়শা আক্তার চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুকুরিয়া ইউনিয়ন ইউপি সদস্য সিরাজুল হক জানান, আমার ওয়ার্ড এলাকা থেকে বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি দেখে স্থানীয়রা আমাকে ফোন করলে বিষয়টি আমি বাঁশখালী থানাকে অবহিত করি এবং আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে সহযোগিতা করি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, লাশের খবর পাওয়ার পর সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ূন কবির, পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুল ইসলামসহ গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে যদি এ ব্যাপারে কোনো মামলা দেয় তাহলে সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।