বসন্ত এমনই

মোহাম্মদ আনিস শাহরিয়ার | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

ফাগুনের গায়ে আগুন লেগে

ডালে ডালে আজ কৃষ্ণচূড়া

বাসন্তী সাজে কিশোর, কিশোরী

নবরূপে রঙিন এই ধরা।

 

ভোর হতেই রজনী, গোলাপ

ব্যস্ত হলো তরুণীর গলে

পাড়ার তরুণ কম বা কীসে

ডিসি পার্কে সদলবলে।

 

হাল জমানার শিশুরাও জানে

বসন্ত মানেই হলুদ শাড়ি

আরো চাই চুড়ি, আলতা

না পেলে, বাবার সাথে আড়ি।

 

ভাবী, বৌদি চুপ করে নেই

বসন্ত হাওয়ায় দোলে মন

কর্তার চোখ ফাঁকি দিয়ে

বসন্ত মানে না শাসন, বারণ।

 

সবাই গেল, বাদ কেন আর

বুড়ো, বুড়ি যায় হাত ধরে

এসব কাণ্ড তখনই ঘটে

যখন বসন্ত আসে বাংলার ঘরে।

পূর্ববর্তী নিবন্ধবাচ্চাদের হাতে মোবাইল নয়, চাই পুষ্টিকর খাবার
পরবর্তী নিবন্ধএকুশ আমাদের চেতনার শেকড়