বসতঘরে হামলা ও ভাঙচুর, সাতকানিয়ায় গ্রেপ্তার ১

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ার এক মামলার আসামিকে আনোয়ারার সরকারহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সৈয়দ আলম (২৪)। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ার পাড়া এলাকায় আনোয়ার বেগম নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা ও বসতঘরে ভাংচুর চালানো হয়েছিল। এ ঘটনায় সৈয়দ আলমসহ জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে সৈয়দ আলম পলাতক ছিলেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা রয়েছে। গত মঙ্গলবার তাকে আদালেত প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনন ক্যাডারে ৭ শতাধিক নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধগৃহহীনদের ঘর বরাদ্দে টাকা নেওয়ার অভিযোগ কাজের মান নিয়েও প্রশ্ন