বল টেম্পারিং এর দায়ে ৩ ম্যাচ নিষিদ্ধ বোপারা

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

বিপিএলে বল টেম্পারিং করার ঘটনায় শাস্তি পেলেন রবি বোপারা। সিলেট সানরাইজার্সের এই ইংলিশ অলরাউন্ডারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বিপিএল কমিটি। তবে বোপারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে তার সাজা কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ম্যাচ ফির ৭০ শতাংশ জরিমানা দিয়ে বেঁচে যেতে পারেন তিনি। এর আগে গত সোমবার প্রথমবার অধিনায়ক হিসেবে সিলেটের জার্সিতে নামেন বোপারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই বল টেম্পারিং করেন তিনি। ম্যাচের নবম ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলার সন্দেহ জাগায় বোপারার কাছ থেকে বল চেয়ে নেন।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি মাস সেরা ক্রিকেটারের লড়াইয়ে এবাদত
পরবর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো লিগ ১৮ ফেব্রুয়ারি শুরু