বলুয়ার দিঘী খানকায় শবে বরাতের ২ দিনব্যাপী মাহফিল কাল শুরু

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

আগামীকাল মঙ্গলবার রাতে নগরীর কুরবানীগঞ্জস্থ বলুয়ার দিঘী খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তেয়্যবিয়ায় পবিত্র শবে বরাত উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খানকাহ শরীফ পরিচালনা কমিটি। বাদে আছর খতমে কুরআন শরীফ ও মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল দরুদ শরীফ পাঠের মাধ্যমে কর্মসূচির শুরু

 

হবে। বাদে মাগরিব খতমে গাউসিয়া শরীফ, শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা মাহফিল। বাদে এশার পর লায়লাতুল বরাতের নফল নামাজ আদায়, জিকির, মিলাদ, কিয়াম, সালাতুস সালাম, জিয়ারত ও মোনাজাত শেষে রাত ২টায় তাহাজ্জুতের নামাজ, রাত ৩.৩০ মিনিটে সাহরি, বুধবার ইফতারি

ও মাগরিবের নামাজের পর থেকে গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ (রহ) এর জীবনী আলোচনা, মিলাদ, কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান, মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ আঞ্জুমানে আরাকিন, মোতায়াল্লিবৃন্দ, বরেণ্য ওলামায়েকেরাম উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নির্মাণাধীন অবৈধ ৫ পাকা স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধওসি প্রদীপ কোথায় জানে না নগর পুলিশ!