ওসি প্রদীপ কোথায় জানে না নগর পুলিশ!

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলা ও দুদকের মামলায় কারাগারে থাকা টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ কোথায় তা জানে না নগর পুলিশ। ২৪ বছর আগের চান্দগাঁও থানার একটি ডাকাতি মামলায় সাক্ষ্য দিতে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও তাকে হাজির করা হয়নি। চিঠির জবাবে নগর পুলিশ

 

জানায়, ১৯৯৯ সাল পর্যন্ত নথি ধ্বংস করে ফেলা হয়েছে। তাই সেই সময়ের প্রদীপ কোথায় তা জানা যাচ্ছে না। আদালতসূত্র জানায়, সর্বশেষ গত ১ ফেব্রুয়ারিও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন চান্দগাঁও থানার এসআই প্রদীপকে হাজির করতে একটি চিঠি দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার এ

মামলার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালে মামলাটির বিচার কাজ চলছে। ট্রাইব্যুনালের পিপি মো. জাহাঙ্গীর আলম বলেন, মামলার বিচারে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কি হয় দেখি। আদালতসূত্র জানায়, ১৯৯৮ সালের ২২ অক্টোবর নগরীর চান্দগাঁও থানাধীন

বহদ্দারহাট খাজা রোড এলাকার একটি ঘরে ডাকাতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় সেকান্দার নামের একজন নিহত হন। তার স্বজন কামাল বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় প্রদীপসহ সাক্ষী রয়েছেন ১৭ জন। এর মধ্যে এ পর্যন্ত চারজন সাক্ষ্য দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ার দিঘী খানকায় শবে বরাতের ২ দিনব্যাপী মাহফিল কাল শুরু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চারপীর আউলিয়া মাদরাসার পিঠা-পুলির উৎসব