বাক প্রতিবন্ধী মানুষের জীবনে অনেক কষ্ট, বলতে না পারার কষ্ট, অন্যকে মনের কথা বুঝিয়ে বলতে না পারার কষ্ট। গলা ছেড়ে গাইতে না পারার কষ্ট। মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্টের কথাটা অন্যকে বলে হালকা হওয়া। ওর হয়তো শখ করে নির্জনে বসে সারাদিন বকবক করতে। আকাশকে ডেকে বলতে ইচ্ছে করে, সাগরের সামনে দাঁড়িয়ে ডাকতে ইচ্ছে করে। কষ্ট ভীষণ কষ্ট। বাক প্রতিবন্ধী মানুষের হাউমাউ করে বলতে থাকা কথাগুলো হয়ত আমরা বুঝি না সে কি বলছে। সে তো মনের পুশে রাখা সব কথা বলতে চেয়েছে। তার ভিতরের কষ্টটা কেউ দেখছি না।
আমরাও অনেক সময় কথা বলতে পেরেও বোবা থাকতে হয়, এমন সময়ের মুখোমুখি হই যেখানে অনেক কথা বলার ইচ্ছে কিন্তু মুখ বন্ধ। এটা বেশির ভাগ সময় মেয়েদের বেলায় হয়ে থাকে। মেয়েরা সব কথা সবসময় সব জায়গায় বলতে মানা। বাক প্রতিবন্ধী সেজে থাকতে হয়। তখন সত্যিকারের বাক প্রতিবন্ধী মানুষের কষ্টটা উপলব্ধি করি। সমাজে বা সংসারে এমন অনেক সময়ের মুখোমুখি হতে হয় যেখানে অনেক কিছু বলতে গিয়েও বলা হয়না।গুরুজনরা বলতো বোবার কোনো শত্রু নেই, এখন বোবা সেজে থাকলেও পিষে মারবে। মানুষ মানুষকে গুরুত্ব দেয় না, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কথা বললে যেমন অনেক সময় গুরুতর অপরাধ হয় মনে করে। তেমন সঠিক সময় সঠিক কথাটা না বলাটাও অপরাধ মনে করি।