বর্তমান সরকার প্রত্যেক ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী

চেক বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের প্যানেল স্পিকার ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। প্রত্যক ধর্মের মর্মবাণী এক। কোন ধর্মে অনৈতিক কাজ করার কথা বলেনি। ধর্মীয় বিষয়াদি যদি গভীরভাবে অনুশীলন করা যায় তাহলে দেশে কোন অশান্তি থকবে না। গতকাল শনিবার সন্ধ্যায় হাটহাজারীর এগার মাইলস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রদত্ত বিভিন্ন মন্দিরের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য উত্তম কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, এডভোকেট মোহাম্মদ শামীম ,ওসি মো. রফিকুল ইসলাম, লায়ন অশোক কুমার নাথ, অলক মহাজন, সৈয়দ মনজুরুল আলম মঞ্জু।
আলোচনা সভা শেষে রিংকু শর্মার সঞ্চালনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিদের চেক প্রদান হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় এলজিসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসড়ক উন্নয়নে অবদান রাখছে বে-টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন