বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না

মহানগর বিএনপির প্রস্তুতি সভা

| শনিবার , ১৪ মে, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। তিনি গতকাল শুক্রবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত শনিবার (আজ) চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, এই সরকার নির্বাচনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এটা প্রমাণিত হয়েছে। তা না হলে প্রধানমন্ত্রী কিভাবে বলেন তিনশ আসনে ইভিমে নির্বাচন হবে? এর দায়িত্ব তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দিন, এম এ আজিজ, মো. মিয়া ভোলা, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মনজুর রহমান চৌধুরী, মো. শাহেদ, শেখ নুরুল্লাহ বাহার, মনোয়ারা বেগম মনি, গাজী আইয়ুব আলী, ডা. এস এম সারোয়ার আলম, এম আই চৌধুরী মামুন, জাকির হোসেন, আবদুল কাদের জসিম, নুর হোসাইন, বেলায়েত হোসেন বুলু, আবদুল বাতেন, ইদ্রিস আলী, ইকবাল হোসেন, কামাল পাশা নিজামী, মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, মনজুর কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুলের ১০ শিক্ষার্থীকে সহায়তা